বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এর কুয়েত সফর

কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি পাঁচসদস্য বিশিষ্ট প্রতিনিধি দলসহ গত ১৬ হতে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত কুয়েত সফর করেন। তিনি গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন। এ সময় কুয়েত সশস্ত্র বাহিনীর পক্ষে মেজর জেনারেল রাশেদ আহমেদ আল-শানফা কর্তৃক সফরকারী দলকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। উক্ত সফরের প্রথম দিনে সেনাবাহিনী প্রধান বিএমসি পরিদর্শন করেন। পরবর্তীতে, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিনি কুয়েত ন্যাশনাল গার্ড (কেএনজি) এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাশিম আল রিফাই এবং কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ড. আব্দুল্লাহ মিশাল আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। তিনি ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন শেষে কুয়েত সশস্ত্র বাহিনীর ভারপ্রাপ্ত চীফ অব ষ্টাফ মেজর জেনারেল সাবাহ জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ এর সাথে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহন করেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান সশস্ত্রবাহিনী সদরদপ্তরে পৌছালে কুয়েত সশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল কর্তৃক তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি মোবারক আল আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড এন্ড ষ্টাফ কলেজ পরিদর্শন করেন এবং কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত বিশেষ মধাহ্নভোজে অংশগ্রহন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এর বর্নিত সফরকালে কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন। ফলপ্রশু এই সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ হতে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশী সদস্যদের মনোবল বৃদ্ধিসহ কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

আরও সংবাদ