বিবিএস ও একাউন্টিং ফ্যামিলির আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিবিএস এবং একাউন্টিং ফ্যামিলির পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিবিএস এবং একাউন্টিং ফ্যামিলির পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় মৌলভীবাজার সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের হলরুমে রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এই আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

বিভাগীয় প্রধান অধ্যাপক মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহযোগী অধ্যাপক তারিকুজ্জামান ভুইয়া, প্রভাষক শফিকুল ইসলাম, প্রভাষক সারোয়ার জাহান রাফি, প্রভাষক মুজাহিদুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, আমাদের মা বোনদের প্রতি যেকোনো সহিংসতা, ধর্ষণের প্রতিবাদে সারাদেশের সাথে আমরাও সংহতি জানাই। ছোট্ট একটা আদুরে মেয়ে আছিয়াকে যেভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে আমরা বিবিএস এন্ড একাউন্টিং ফ্যামিলি এই ইফতারে মাহফিল থেকে প্রতিবাদ ও ঘৃণা জানাই। সরকারের কাছে অনুরোধ করব অতি দ্রুত সেই ধর্ষক পাষণ্ডদের বিচার কার্যকর করা হোক।

তিনি আরও বলেন, আমি ছাত্রদের আহবান জানাই সমাজে নৈতিকতা ও মূল্যবোধ তৈরির জন্য সবাইকে সজাগ ও সক্রিয় হতে হবে। শিক্ষকদের সাথে আমরা ছাত্র সমাজকে নিয়ে ন্যায়পরায়ণ রাষ্ট্র বিনির্মানে কাজ করতে হবে। ন্যায্যতা ও সুশাসন নিশ্চিত করতে নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

আরও সংবাদ