রাজনগরে কাশিমপুর মাদ্রাসায় দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্টান সম্পন্ন

রাজনগর উপজেলায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে, কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসা শাখায়, দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
সমাপনী অনুষ্টানে ফলাফল ঘোষনা করে, প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরন, এতিম ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ টাকা, পায়জামা পাঞ্জাবি ও বোরকা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসায় আয়োজিত সমাপনী অনুষ্টানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি,মো: ফজলুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা কবির আহমদ কাশেমীর যৌথ পরিচালানায় অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অত্র মাদ্রাসার সুপার,মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দারুল ক্বিরাত পরিচালনা কমিটির উপদেষ্টা,হাজী বাতির মিয়া,সহ-সভাপতি জুনেদ আহমদ,মো: লুৎফুর রহমান, প্রবাসী মো: বাদশা মিয়া,আলী আহমদ,শাখার প্রধান ক্বারী মো: আবেদ আলী।
উপস্থিত ছিলেন,ক্বারী ফরহাদ আহমদ, মো:কওছর মিয়া প্রমূখ।
মীলাদ ও দু’আর মধ্য দিয়ে শেষ হওয়া অনুষ্টানে মাদরাসার দাতা সদস্য, দানশীল ব্যক্তিবর্গ ও এলাকার মুর্দাগনের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়।

 

আরও সংবাদ