রাজনগরের মেদিনীমহল মাদরাসায় দারুল কিরাতের সমাপনী অনুষ্ঠান

মৌলভীবাজারের রাজনগর উপজেলার দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অধীনে মেদিনীমহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসা শাখায় দারুল ক্বিরাতের সমাপনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্টানে ফলাফল ঘোষনা করে, কুরআন তাজবিদ ও গজল প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরন করা হয়।
শুক্রবার (২৮ মার্চ)
আয়োজিত সমাপনী অনুষ্টানে দারুল কিরাত পরিচালনা কমিটির নাজিম আব্দুল জলিলের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মো. শায়েখ তালুকদারের সঞ্চলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক, মাওলানা রাহেল আহমদ ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দারুল ক্বিরাত পরিচালনা কমিটির সদস্য, হাজী মাহতাব উদ্দিন, সহ-ক্বারী মাও: আব্দুল কাইয়ুম নুরী।
উপস্থিত ছিলেন,মাও:আব্দুর রশিদ, মাও.আব্দুস সত্তার,মাও:রাসেল আহমদ, মাও. লায়েছ আহমদ, ক্বারি সাইদুল ইসলাম, দারুল কিরাত পরিচালনা কমিটির সদস্য, আছকিন মিয়া, ৩নং মুন্সিবাজার ইউনিয়ন আল-ইসলাহর সাবেক সভাপতি, ক্বারী ফারুক আহমদ প্রমূখ।

পরিশেষে দু’আর মধ্য দিয়ে শেষ হওয়া অনুষ্টানে মাদরাসার দাতা সদস্য,প্রবাসী, দানশীল ব্যক্তিবর্গ  ও এলাকার মুর্দাগনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরও সংবাদ