মৌলভীবাজারে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
মৌলভীবাজারে নানাভাবে সমালোচিত প্রধান শিক্ষক রাশেদা বেগম এর অপসারণ চান শিক্ষার্থী, অভিভাবক ও জেলার সচেতনমহল। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। মানবন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীরা মানববন্ধনে বের হতে চাইলে প্রধান শিক্ষক রাশেদা বেগম ও তার সহযোগি খন্ডকালিন শিক্ষক আবুল কালাম ও আব্দুল হামিদ জুয়েল শিক্ষার্থীদের বাধাদেন এবং শারিরীকভাবে লাঞ্চিত করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, প্রবাসী, শিক্ষক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জেলার সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করছেন। তারা রাশেদা বেগমের অপসারণ চান।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক রাশেদা যোগদানের পর থেকে শিক্ষার্থীদের শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছেন। বিদ্যালয়ে যোগদানের পর থেকেই দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। ২০১৮ সাল থেকে বিদ্যালয়ে অভ্যন্তরীন কোন অডিট কার্যক্রম করতে দেননি। অনলাইনে বেতন ও ভর্তি ফি নেয়ার কথা থাকলেও তিনি রশিদ ছাড়া হাতে হাতে টাকা গ্রহণ করতেন। ছাত্রী ও অভিভাবকদের সাথে দুর্বব্যবহার করেন। তার স্বৈরাচারী আচরণে বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা ক্লাসে আসেন না। ভেঙ্গে পড়েছে বিদ্যালয়ের লেখাপড়ারমান।
মানববন্ধনে বিদ্যালয়ের ৩’শ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।