রাজনগর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

রাজনগর উপজেলায় সরকারি খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায়, রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, আফরোজা হাবীব শাপলার সভাপতিত্বে ও
উপজেলা খাদ্য গুদামের প্রধান নিয়ন্ত্রক, ধীরাজ নন্দী চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমীন, উপজেলা পিআইও রাজু চন্দ্র পাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, সদর ইউনিয়নের চেয়ারম্যান,কৃষক প্রতিনিধি, জুবায়ের আহমদ চৌধুরী প্রমূখ।

সূত্র জানায়, এবছর কৃষকের এ্যাপসের মাধ্যমে কৃষকদের কাছ থেকে ৯ শত ৫৯ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। ২৪ এপ্রিল থেকে ৩১ আগষ্ট পর্যন্ত, ১৪ শতাংশ আর্দ্রতা পূর্ণ ধান, কৃষি কার্ড ধারী কৃষকরা খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন। কৃষকদের কাছ থেকে চলতি মৌসুমে ১ হাজার ৪ শত ৪০ টাকা ধরে উপজেলা খাদ্য গুদামের জন্য ধান সংগ্রহ করা হবে।
পাঁচ গাও গ্রামের কৃষক মো: আকরাম উদ্দিনের কাছ থেকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতে ৩ টন ধান ক্রয় করে, রাজনগর উপজেলা সরকারি খাদ্য গুদামের জন্য ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও সংবাদ