মৌলভীবাজার কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের আলোচনা সভা ও সংবর্ধনা

মৌলভীবাজার কমিউনিটি প্যারামেডিক এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল রোডস্থ একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. এ. কে জিল্লুল হক এর সভাপতিত্বে ও সভাপতি শাহ ছাব্বির আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোলাম কিবরিয়া, মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস্থা’র সিনিওর ফিল্ড অফিসার নূর মোহাম্মদ, শিক্ষক নুরুল ইসলাম, ডেইলি ড্যাজলিং ডনের মাল্টিমিডিয়া এডিটর কামরান আহমদ, শিক্ষক আহসান হাবিব ও সাংবাদিক রাব্বি মিয়া।
এ সময় সুইচকন্টাক্ট আস্থার পক্ষ থেকে কমিউনিটি প্যারামেডিকদের মেডিকেল কিটবক্স উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শাহ ছাব্বির আলী ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং তাদের সার্বিক সফলতা কামনা করেন।
