রাজনগরে আল-ইসলাহ – তালামীযের পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) মুবারক র‍্যালী

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়া, ঈদে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটি, রাজনগর উপজেলার উদ্যোগে মুবারক র‍্যালী ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।

সোমবার ( ৮ সেপ্টেম্বর) বাদ যুহর রাজনগর এম সাইফুর রহমান অডিটোরিয়াম প্রাঙ্গণ হতে শুরু হয়ে হাজার হাজার আশিকানে রাসুল (সা:) ও ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্লেকার্ড র‌্যালিতে শোভাবর্ধন করে। আশিকে রাসূলদের কণ্ঠে উচ্চারিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা বি-কামালিহি, শামসুদ্দোহা আসসালাম- এরকম অগণিত নাত-এর সুমধুর সুর লহরি উপজেলা সদরের আকাশ বাতাস মুখরিত করে তুলে। মুবারক র‍্যালীটি রাজনগর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টেংরা বাজার হযরত সর্দার শাহ (র:) এর মাজার যিয়ারত, দু’আ ও তাবারুক বিতরনের মধ্য দিয়ে শেষ হয়।

সকাল ১০টা থেকে যুহরের পূর্ব পর্যন্ত শুরু হওয়া আলোচনা সভায় রাসুলুল্লাহ (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও আগত অতিথিবৃন্দ।

র‍্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক, মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইমাদ উদ্দীন তালুকদার,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।

র‍্যালী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফিজ ফরহাদ আহমদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ জহিরুল ইসলাম এর পরিচালনায় র‍্যালী পূর্ব আলোচনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, শাহ সামায়ূন কবির, লতিফিয়া ক্বারী সোসাইটি রাজনগর উপজেলা শাখার সভাপতি, মাও. আব্দুর রব, সাবেক সভাপতি, মাও. সৈয়দ মুহিত উদ্দিন, রাজনগর উপজেলা আল- ইসলাহ’র সভাপতি, মাও.রিয়াদুস সালেহীন রিয়াজ, সাধারণ সম্পাদক, হাজী সোহেল আহমদ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক আমার দেশের রাজনগর উপজেলা প্রতিনিধি, আউয়াল কালাম বেগ, দৈনিক ইনকিলাবের রাজনগর উপজেলা সংবাদদাতা, মাও. মুহাম্মদ গৌছুজ্জামান।

র‍্যালী বাস্তবায়ন কমিটির যুগ্ন আহ্বায়ক সাহেদ আহমদ এর স্বাগত বক্তব্যের সুচিতে র‍্যালী পূর্ব আলোচনায় উপস্থিত ছিলেন , ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড রাজনগর উপজেলা সভাপতি, হাফিজ শাহ নেওয়াজ আহমদ, সাধারণ সম্পাদক, হাফিজ জাকির হোসেন, আল ইসলাহর রাজনগর উপজেলা শাখার সহ- সাধারণ সম্পাদক, মাও. রাহেল আহমদ, মাও. আ.ত. ম আপ্তাব, মাও. শাব্বীর আহমদ, উদ্দিন, ক্বারী সিফত আলী, মাও.রাশিম আহমেদ, মাও.কামরুল ইসলাম শাহান, হাফিজ মামুন আহমদ, আলী আকবর, আলী হোসাইন মিতুল, মাও. জয়নুল ইসলাম, মাও. জুনেদ আহমদ তরফদার,সায়েম আহমেদ খান, হাফিজ লিলুর রহমান, ক্বারী দেলওয়ার হোসাইন, এনাম হোসেন, হাফিজ শাওন আহমদ, আবু সালেহ সিপু, হাফিজ কাওছার আহমদ, সাইদুল ইসলাম,সালমান শাহ, শায়েক আহমদ তালুকদার, শামছুল ইসলাম আসাদী, হাফিজ মুজাহিদুল ইসলাম, হাফিজ সালমান আহমদ, আশরাফুল ইসলাম প্রমূখ।

শান্তিপূর্ন ভাবে র‍্যালীটি সমাপ্ত করতে পেরে ঈদে মীলাদুন্নবী (সা:) বাস্তবায়ন কমিটি, সর্বস্তরের আশিকানে রাসুল, ছাত্র জনতা, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারা র‌্যালির কারণে উপজেলাবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।

আরও সংবাদ