মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পন্ন

 

মৌলভীবাজার সদর উপজেলায় পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে মুবারক র‍্যালী, আলোচনা সভা, মীলাদ ও বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসার প্রাঙ্গণ হতে শুরু হয়ে হাজারো আশিকানে রাসুল (সা:) ও ছাত্র জনতাকে নিয়ে রাসুলুল্লাহ (সা:) এর শানে কালজয়ী বিভিন্ন নাত গেয়ে মুবারক র‍্যালীটি উপজেলা সদরের উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে উলুয়াইল ও আশ-পাশের গ্রাম গুলোর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার কনফারেন্স হলে আলোচনা সভায় মিলিত হন। পরে রাসুলুল্লাহ (সাঃ) এর জীবন ও কর্মের উপর নেওয়া প্রতিযোগীতা অনুষ্ঠানের পুরস্কার বিতরণ, মীলাদ, দু’আ ও তাবারুক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সকাল ১০টায় র‍্যালী এবং যুহরের পূর্ব পর্যন্ত শুরু হওয়া আলোচনা সভায় প্রিয়নবী (সা:) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আগত অতিথিবৃন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ, মুফতি মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম।

মাদ্রাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য, বকসী কাওছার রশীদের সভাপতিত্বে ও মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহ মুজাহীদ আলী আজমীর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মুফতি মাওলানা বশির আহমদ, কাশিমপুর লতিফিয়া দাখিল মাদ্রাসা রাজনগরের সুপার, মাওলানা মুহাম্মদ গৌছুজ্জামান।

বক্তব্য রাখেন, মাওলানা মুফতি লোকমান খান নবীন, মাওলানা মোঃ ফারুক মিয়া, মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মোঃ শামসুদ্দিন, মাওলানা মোঃ মুজিবুর রহমান, কারী মাওলানা মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ও তালামীয কর্মী লোকমান আহমদ প্রমুখ।

শান্তিপূর্নভাবে র‍্যালিটি সমাপ্ত করতে পেরে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটি, সর্বস্তরের, আশিকানে রাসুল, ছাত্র – জনতা,প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া কর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও সংবাদ