রাজনগরে দুর্গাপূজার প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত

রাজনগরে ২১ সেপ্টেম্বর মাল্টিপারপাস হল রুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠ, শান্তিপূর্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন লক্ষ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এসভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার জেলার দায়িত্ব প্রাপ্ত অফিসার ক্যাপ্টেন মাহ্ফুজ সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন, উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব, অসিত দেব, রাজনগর থানা এস আই প্রদীপ কুমার তরফদার, ও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আলী হোসেন প্রমুখ।
সভায় বক্তারা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে একমত প্রকাশ করেন। পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা, বিদ্যুৎ, পানি, স্বাস্থ্যসেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজারীরাও সভায় নিজেদের মতামত ও প্রয়োজনীয় দাবি তুলে ধরেন। সভাটি ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পূজা চলাকালীন যে কোনো প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং সকল পূজামণ্ডপে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি।

 

আরও সংবাদ