রাজনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে ইসলামী গজল সন্ধ্যা অনুষ্ঠিত

রাজনগরে ঈদে মিলাদুন্নবী
গজল সন্ধ্যায় ইসলামি নাশিদ পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া খলাগাঁও আঞ্চলিক শাখার উদ্যোগে এক মনোজ্ঞ ‘ইসলামী গজল সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। রাসূল (সাঃ)-এর আদর্শ ও শানে রচিত হামদ-নাত এবং গজল পরিবেশনার মাধ্যমে আধ্যাত্মিক ঐক্যের এই সমাবেশটি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর খলাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তালামীযে ইসলামিয়া খলাগাঁও আঞ্চলিক শাখার সভাপতি ফয়সল আহমদ (রাজন)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউছার আহমদ ও হাফিজ ফরহাদ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযের সভাপতি জামাল আহমদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা তালামীযের সভাপতি জহিরুল ইসলাম, খলাগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফিজ ক্বারী মাওলানা জুবায়ের খাঁন, মুন্সিবাজার ইউনিয়ন তালামীযের সভাপতি কামাল হুসেন শিপু।

গজল সন্ধ্যায় ইসলামি নাশিদ পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, শামসুল হাসনাত, কামরান হোসাইন, মুস্তাকিম হাসান জামি, ফজল মাহমুদ, সবুজ কুঁড়ি শিল্পগোষ্ঠী সিলেট এর আরমান আহমদ আরিয়ান ও রাজনগরের সাংস্কৃতিক একাডেমি সুরের প্রভাত।

অনুষ্ঠানে পবিত্র ক্বোরআন তিলাওয়াত করেন সিলেটের হাফেজ ক্বারী কবির হাসান জাহেদ।

অনুষ্ঠানের আয়োজকরা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী ও রাসূলের (সাঃ) আদর্শকে সঙ্গীতের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য।

আরও সংবাদ