মৌলভীবাজারে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী টিপুর সমর্থনে মোটরসাইকেল শোডাউন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব হাফিজ আলাউর রহমান টিপুর সমর্থনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জেলা সদরের প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হয়েছে মোটরসাইকেল শোডাউন। দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক মোটরসাইকেল আরোহী।
শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা জানান, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান প্রদর্শন এবং প্রার্থী টিপুর প্রতি জনগণের ক্রমবর্ধমান সমর্থন তুলে ধরতেই এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। তাদের দাবি, এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদানের কারণে টিপু ভোটারদের কাছে ইতিবাচক মর্যাদায় প্রতিষ্ঠিত। সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে তাকে বিজয়ী করতে তারা মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপূর্ণভাবে পরিচালিত এ শোডাউন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিকেলের দিকে শোডাউন সমাপ্ত হয়।

