রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেলের মায়ের ইন্তেকাল
মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেলের মাতা হাসিনা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন।)।
শনিবার ভোররাত ৩ টায় তিনি রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। শনিবার সন্ধ্যা ৬টায় স্থানীয় আলহাজ্ব লিলজান বিবি মহিলা মাদরাসা মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ,এশিয়াবিডি২৪এর মোজাহিদুল ইসলাম, রাজনগর উপজেলা জামায়াত, খেলাফত মজলিস সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল ও সংগঠনের নেতৃবৃন্দ।

