কুলাউড়ায় আন্তঃ চা-বাগান ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন: ফ্রিজ ও টিভি জেতার সুযোগ

কুলাউড়ায় আন্তঃ চা-বাগান জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন

খেলাধুলাই শক্তি, খেলাধুলাই বল—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া চা-বাগানে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তঃ চা বাগান ক্রিকেট টুর্নামেন্ট।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করা এই টুর্নামেন্টের মূল আকর্ষণ হিসেবে থাকছে আকর্ষণীয় পুরস্কার: ফ্রিজ ও টিভি।

আগ্রহী দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে এন্ট্রি করার জন্য অনুরোধ করা হয়েছে।

কমিটির সদস্য শেখ ইশতিয়াক আহমেদ জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে চা-বাগান এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে এবং তরুণদের মাঝে সৌহার্দ্য বৃদ্ধি পাবে।

আরও সংবাদ