সিলেটের বিভিন্ন এলাকায় র্যাবের অভিযান, ২২ জুয়াড়ি গ্রেফতার
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।মঙ্গলবার রাত ১০ টা থেকে ১২ টা পর্যন্ত নগরীর লালাদিঘীর পাড়স্থ মেন্দী মিয়ার কলোনী, কলাপাড়া ও পশ্চিম কাজলশাহ সোনার বাংলা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল- নেত্রকোনার মদন থানার দক্ষিণ পাড়া মদনের মো. রহিছ মিয়ার ছেলে মো. অলী আহমদ (২৯), ময়মনসিংহ জেলার তারাকান্দার ভেরেংগা গ্রামের মো. নাজিম উদ্দিনের মো. আবু মিয়া (২৬), নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার মৃত আমির আলীর ছেলে খোকন আহম্মদ খোকা (২৮), সিলেটের জকিগঞ্জের বালাউট গ্রামের মৃত মাওলানা নূর উদ্দিন আহম্মেদের ছেলে মো. কামরুল হোসেন (৪০), নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার মৃত গাজী আলী আকবরের ছেলে গাজী আলী আহম্মদ (৩২), নগরীর পশ্চিম কাজলশাহ এলাকার মৃত আমির আলীর ছেলে শিমুল আহম্মদ (৩০)।
গোয়াইনঘাটের রনিগ্রাম এলাকার মর্তুজ আলীর ছেলে মো. শাহারিয়া (২৫), মৌলভীবাজারের রাজনগরের বড়কাপন এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. আউয়াল আলী (২৮), সিলেটের ওসমানীনগরের পশ্চিম টিলাপাড়া গ্রামের আলী আহমেদ (২৫), কুড়িগ্রামের কঢ়াকাটার কাজীপাড়া গ্রামের আব্দুর সাত্তার আলীর ছেলে জীবন রহমান (২২), সুনামগঞ্জের ছাতকের রামপুর গ্রামের আবদুল রহমানের ছেলে ছয়দুল ইসলাম (২৪)।
লক্ষীপুরের পাক বিজয়নগর এলাকার শফিউল্ল্যাহ’র ছেলে মো. নূর হোসেন (৪৭), হবিগঞ্জের বানিয়াচংয়ের দৌলকপুর গ্রামের মৃত হাসেম মিয়ার ছেলে মো. মঈন উদ্দিন (৪৪), দিনাজপুরের হাকিমপুরের মংলাপাড়া গ্রামের মৃত আতাব উদ্দিনের ছেলে মো. রাজিব মিয়া (৩০), বগুড়ার সোনাতলার রাধাকান্তপুর গ্রামের মৃত রহিম উদ্দিন সরকারের মো. শফিকুল ইসলাম (৪৮), নগরীর শেখঘাট এলাকার মৃত শফিক মিয়ার ছেলে মো. ইমরান আহম্মদ (২১), সুনামগঞ্জের তাহিরপুরের তরং গ্রামের মো. গামরানের ছেলে মো. আতিক নুর (২৬) এবং সুনামগঞ্জের তাহিরপুরের মঈনকাতা গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো. সলিম উদ্দিন (২০)।
সিলেট নগরীর নরশিং টিলা বাগবাড়ীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. রুহুল আমিন (৪৯), মৌলভীবাজারের কুদরত উল্লাহ রোড এলাকার জনারদন দেবের ছেলে দোলন দেব (৪৫), মৌলভীবাজারের কুলাউড়ার হরিপুর গ্রামের মৃত মনু মিয়ার ছেলে মো. আরিফ মিয়া (৩০), মৌলভীবাজারের কমলগঞ্জের নুরজাহান চা বাগান এলাকার মৃত জহরুলের ছেলে রুপ কুমার (৩৯)।
গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।