ফেঞ্চুগঞ্জে ভাইস চেয়ারম্যানকে গালিগালাজ করলেন ইউপি চেয়ারম্যান
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনকে অশ্লীল গালিগালাজ করেছেন একই উপজেলার মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন। সাধারণ ডায়েরি নং ২৩৩।
সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ৫ নভেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে জাইকা প্রকল্পের সভা চলাকালীন সেলিনা ইয়াসমিনকে গালিগালাজ করেন ইউপি চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী। সেলিনা ইয়াসমিন গালাগালির কারণ জানতে চাইলে সুফিয়ানুল করিম চৌধুরী বলেন, তুই চুপ থাক তুই বেয়াদব। তরে থাপড়াইয়া দাত ফালাই দিব, বলে অশ্লীল গালিগালাজ করেন।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম. জাহিদুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঝগড়ার সময় আমি উপস্থিত ছিলাম না। আমি পাশের রুম ছিলাম। উনাদের উচ্চ কথাবার্তা শুনে আমি এসে নিভৃত করেছি। উভয়কে শান্ত করে মিটমাটের চেষ্টা করেছিলাম।
জানা যায়, উপজেলার সরকারি বীজ বন্টন আলোচনার মধ্যে উনাদের মধ্যে এ ঘটনা ঘটে।