লিবিয়ায় বিমান হামলায় ৫ বাংলাদেশি নিহত

লিবিয়ার বাজধানী ত্রিপোলীতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় ৫ বাংলাদেশিসহ সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন বিদেশি শ্রমিক। নিহত অপর দুইজন হলেন- লিবিয়ার নাগরিক।

সোমবার দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর প্রচার করেছে।

এ বছরের এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।

সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকায় অবস্থিত কারখানাটিতে হামলা চালানো হয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মালেক মার্সেত সাংবাদিকদের বলেন, হামলায় ৫ বাংলাদেশি শ্রমিকসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুইজন লিরিয়ার নাগরিক। এ সময় অন্তত ১৫ বিদেশি শ্রমিক আহত হয়েছেন।

আরও সংবাদ