রাজনগরে সিএনজি ও গরুসহ ৩ গরু চোর আটক
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় গরু চোরি করে নিয়ে যাওয়ার সময় তিন জন গরু চোরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় রবিবার সকাল ১০ ঘটিকার দিকে উপজেলার ইলাশপুর থেকে সিএনজিতে গরু তুলার সময় গরুর মালিকের ভাই দূর থেকে সিএনজিতে একটি গরু তুলতে দেখতে পেলে তার সন্দেহ হয়, সেই সন্দেহের নিরসনের জন্য তিনি এলাকার আরো কিছু লোকজন সাথে করে একটি পিকআপ নিয়ে সিএনজিকে দাওয়া করেন, একপর্যায়
কুলাউড়ারর ব্রাম্মণবাজারের মিশনের সামনে গিয়ে সিএনজি ও গরুসহ তিনজন চোরকে ধরে রাজনগর থানা পুলিশকে ফোন দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। এ সময় আরো একটি সিএনজিতে থাকা দুইজন চোর পালিয়ে যায়।
এই প্রতিবেদন লিখা পর্যন্ত সিএনজি অটোরিকশা ও তিন চোর পুলিশ হেফাজতেে রয়েছেন, মামলা প্রক্রিয়াধীন।
রাজনগর থানা পুলিশের এস আই অজিত তালুকদার বলেন খবর পেয়ে জনতার হাতে ধরা খাওয়া চোরদের আমরা থানায় নিয়ে আসি সাথে সিএনজি অটোরিকশাটিও থানায় রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
চোরি হওয়া গরুর মালিক হচ্ছেন উপজেলার ইলাশপুরের বাতির মিয়া।
আটককৃতরা হলো (১) ইউসুফ মিয়া, পিতা মৃত সৈয়দ মিয়া, মোস্তফাপুর, সদর থানা মৌলভীবাজার । (২) মাসুম মিয়া, পিতা মৃত হোসেন মিয়া, সৈয়ারপুর, সদর থানা মৌলভীবাজার । (৩) হৃদয় আহমদ বাহার, পিতা আব্দুল মতিন, শিবির রোড ৩ নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা।
রবিবার সকাল ১০ ঘটিকায় এই গরুচোরদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আবুল হাসিম।