সৌদিতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত


সৌদি আরবের মদিনা শহরের মহাসড়কে দুর্ঘটনায় দুই বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। তারা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সৌদি আরবের সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনা-জেদ্দা মহসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বন্দর উপজেলার পুরান বন্দর ভূঁইয়া বাড়ি এলাকার সালাউদ্দিনের ছেলে মেজবাহ উদ্দিন ফাহিম (২৫) ও একই উপজেলার লাঙ্গলবন্দ এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ (৩০)।

নিহতরা সম্পর্কে আত্মীয়। আহতরা হলেন মতিউর, হানিফা ও সেলিম। আহতদের সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই মদিনার জান্নাতুল বাকি এলাকায় মাছের মার্কেটে কাজ করেন।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের সংবাদে নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতদের মধ্যে সাজ্জাদ বিয়ে করলেও ফাহিম ছিলেন অবিবাহিত।

নিহত ফাহিমের বাবা সালাউদ্দিন কেঁদে কেঁদে বলেন, ফাহিমের ফুফা ওমর ফারুক সৌদি আরবের জেদ্দায় মাছের ব্যবসা করেন। ২০১৬ সালে ফাহিম ও সাজ্জাদসহ আরও কয়েকজন জেদ্দায় যায়। সেখানে ফাহিম, সাজ্জাদসহ অন্যরা ওমর ফারুকের মাছের দোকানে কাজ করত। শুক্রবার সৌদি আরবের সময় সন্ধ্যা ৭টায় মদিনায় ব্যবসায়িক কাজ শেষে জেদ্দায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ফাহিম ও সাজ্জাদ নিহত হয়। এ সময় তাদের সঙ্গে আরও তিনজন আহত হয়।
এশিয়াবিডি/শেখ মোজাহিদ

আরও সংবাদ