পর্তুগালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
ইউরোপের দেশ পর্তুগালে বাংলাদেশী প্রবাসীদের সংগঠন লিসবন শিল্পীগোষ্ঠীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও অালোচনা সভা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) লিসবনের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে সংগঠনের সিনিয়র নেতা মো: শামসুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালক অাবু নাঈম মু. শহীদুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লিসবন শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক মো : মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিনিয়র নেতা সাজেদুল অালম, বাংলাদেশ সোসাল ওয়েলফেয়ার এসোসিয়েশন পর্তুগাল এর সেক্রেটারি মিজানুর রহমান খান, পর্তুগাল বিএনপি’র সেক্রেটারি ইউসুফ তালুকদার, পর্তুগাল বিএনপি’র সহ-সভাপতি মুকিতুর রহমান সেলিম, পর্তুগাল বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল হক, রুবেল অাহমদ, মু. হুমাউন কবির, লিসবন শিল্পী গোষ্ঠীর সহ-পরিচালক সোহাইল অাহমদ খান প্রমুখ।
বক্তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আলোচনা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এশিয়াবিডি/মুবিন/শেখমো