রাজনগরে ট্রলির আঘাতে কিশোরের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে ট্রলির ধাক্কায় রাহিম আহমদ শুভ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুের উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির মিয়ার বাড়ির পাশে এঘটনা ঘটে।
নিহত রাহিম উপজেলার উত্তরভাগ ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত তৈমুছ আলী মাষ্টারের ছেলে । সে কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাহিম আহমদ শুভ তার চাচীর সাথে শ্রীমঙ্গল থেকে সিএনজি অটোরিক্সা করে বাড়ি ফিরছিল। পথে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির মিয়ার বাড়ির পাশে পৌঁছালে সে বমি করতে সিএনজি অটোরিক্সা থেকে মাথা বাইরে বের করে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলি গাড়িতে লেগে তার মাথায় আঘাত লাগে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই বশার আলী খান বলেন, শুভ শ্রীমঙ্গল থেকে বাড়ি ফেরার পথে পাঁচগাঁও এলাকায় পৌঁছালে বমি করতে সিএনজি থেকে মাথা বের করে। এসময় রাস্তার পাশে থাকা একটি ট্রলির সাথে মাথা লেগে গিয়ে ফেটে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নিহতের পরিবারের এব্যাপারে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যেতে চেয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এশিয়াবিডি/রিপোর্টার/সাইফ