মৌলভীবাজারে ১২টি দলের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ
মৌলভীবাজারে ১ম বিভাগ ফুটবল লীগে অংশগ্রহণকারী ১২ টি দলের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এম সাইফুর রহমান ষ্টেডিয়ামের হলরুমে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক নাজিয়া শিরিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আজমল হোসেন।
সাইফ পাওয়ার ব্যাটারীর সৌজন্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশ বাহিনীর কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, বিভিন্ন দলের সদস্যসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ