বিয়ে আর হলো না!

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন।

গতকাল উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউচি গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউচি গ্রামের স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে সিলেটের এক যুবকের বিয়ের প্রস্তুতি চলছিল। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরানের নির্দেশে প্রশাসনের লোকজন ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। এদিকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীরা আর বিয়ের অনুষ্ঠানেই আসেননি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, মেয়েটি বয়স এখনো ১৮ হয়নি। আমরা স্থানীয়ভাবে খবর পেয়ে প্রশাসনের লোকজন পাঠিয়ে বাল্য বিয়েটি বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না বলে অভিভাবকরা মুচলেকা দিয়েছেন।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ