মৌলভীবাজারের মিজান ডিকাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত
ঢাকায় কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)এর ২০২০ সেশনের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে।
এতে প্রত্যক্ষ ভোটে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান। বাংলা ভিশনের রিপোর্টার ইমরুল কয়েসকে হারিয়ে তিনি এ পদে জয় লাভ করেন।
২০০০ সালে দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সিলেটের ডাক-এর প্রথম এমসি কলেজ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সূচনাকারী মিজানুর রহমান পরবর্তীতে ওই প্রতিষ্ঠানে শিক্ষা বিষয়ক রিপোর্টার হিসাবে কাজ করেছেন। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জাতীয় দৈনিক মানবজমিন-এ কাজ করছেন।
২০১১ সালে ভারতের তৎকালীণ প্রধানমন্ত্রী ড. মহমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি সংক্রান্ত সংবাদ কভার করার মধ্য দিয়ে তার কূটনৈতিক রিপোটিংয়ের সূচনা। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট করেছেন। ঢাকায় চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন দু’জন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ২৫টি হাই প্রোফাইল সফর অত্যন্ত ঘনিষ্ঠভাবে কভার করেছেন।
এদিকে চলতি বছরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ঘটনা ‘ক্যাসিনো’ কান্ড নিয়ে অনুসন্ধানী সিরিজ রিপোর্ট প্রকাশ করে মানবজমিন। কূটনৈতিক রিপোর্টার হিসাবে মিজানুর রহমান ক্যাসিনো কান্ডের আঁতুরঘর সিঙ্গাপুরের মেরিনা বে এবং সান্তোষা ক্যাসিনো ঘুরে সিরিজ রিপোর্ট করেছেন। ক্যাসিনো অ্যাসাইনমেন্টে ঢাকা থেকে সিঙ্গাপুর যাওয়া একমাত্র রিপোর্টার ছিলেন তিনি।
যিনি ২০১৭ সালের ২৫ শে আগেস্ট লাখো রোহিঙ্গা ঢল নামার মুহুর্তে একাধারে ১৭ দিন কক্সবাজারে ক্যাম্প এলাকায় কাটিয়েছেন এবং সিরিজ রিপোর্ট করেছেন। রোহিঙ্গা সঙ্কটের সূচনাতে ঢাকা থেকে মানবজমিনই সর্বপ্রথম তার রিপোর্টারকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছিল।
উল্লেখ্য, কূটনৈতিক রিপোর্টারদের মর্যাদাপূর্ণ ওই সংগঠন ডিকাবের সভাপতি পদে নিউজ টোয়েন্টিফোরের আঙ্গুর নাহার মন্টি এবং সাধারণ সম্পাদক পদে বাংলানিউজ২৪.কমের তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।
রোববার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে রবিউল হক, (ডেইলি ইন্ডাস্ট্রি), কোষাধ্যক্ষ পদে এশিয়ান মেইল২৪.কমের আতিকুর রহমান এবং দপ্তর সম্পাদক পদে জাগো নিউজ২৪.কমের জেসমিন আক্তার পাপড়ি নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বিদায়ী কমিটির সভাপতি প্রথম আলোর রাহীদ এজাজ, সাবেক সভাপতি যুগান্তরের মাসুদ করিম, সাবেক যুগ্ম সম্পাদক বার্তা টুয়েন্টিফোর ডটকমের খুররম জামান, বিদায়ী কমিটির যুগ্ম সম্পাদক ডিবিসি নিউজের ইশরাত জাহান ঊর্মি এবং সমকালের কূটনৈতিক প্রতিবেদক রাশেদ মেহেদী নির্বাচিত হন। ডিকাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসাবে এবং জ্যেষ্ঠ সাংবাদিক এম শফিকুল করিম সাবু ও নিজামউদ্দিন আহমেদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
নির্বাচনের আগে বিদায়ী সভাপতি রাহীদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব এবং কোষাধ্যক্ষ মেহেদি হাসান তালুকদার বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন। সভায় বিস্তারিত আলোচনার পর কণ্ঠভোটে রিপোর্ট দু’টি পাস হয়।
মিজানুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দক্ষিণ মহলাল এলাকায়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

