মৌলভীবাজার মঈন উদ্দিন একাডেমিতে পিঠা উৎসব

মৌলভীবাজার সদর উপজেলার বলিয়ারবাগ গ্রামে মঈন উদ্দিন একাডেমিতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব।

প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা মুখরোচক সব পিঠা দিয়ে ছয়টি স্টলে পিঠার আসর বসান। গ্রামবাসী ও একাডেমীর ছাত্র-ছাত্রীদের আগমনে পিঠা উৎসব জমে উঠে। ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে দর্শনার্থীরা বিভিন্ন স্টল ঘূরে দেখেন এবং পিঠা ক্রয় করেন। মঙ্গলবার বিকালে ফিতা কেটে এই উৎসবের উদ্বোধন করেন মঈন উদ্দিন একাডেমির সভাপতি মোঃ মঈন উদ্দিন।

সামির আহমদ শিপুর সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন- মঈন উদ্দিন একাডেমির উপদেষ্টা সিরাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মুক্তাদির হোসাইন প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পিটা উৎসবে মোট ৬টি স্টল অংশগ্রহন করে। মঈন উদ্দিন একাডেমীর প্রধান শিক্ষক ও তার দলের গ্রমিন পিটা ঘর। এই স্টলে মোট ৪৭ প্রকারের পিটা প্রদর্শন করা হয়। হাশিম বাঁশ পিটা, বলিয়ারবাগ গ্রমের হাশিম মিয়া বাঁশের পিটা প্রদর্শন করেন। গ্রাম বাংলার পিটার টং স্টলের উদ্যোক্তা একডেমির শিক্ষা বিভাগ। এই স্টলে ৪৫ প্রকার পিঠা ছিল। শিল্পকলা ও সংস্কতি বিভাগের স্টলের নাম নন্দন বাহারি পিটা পুলি। তারা মোট ৩২টি আইটেম এনেছে। সামাজিক সেবা বিভাগের ‘শীত মোড়ানো প্রহর বসলো পিটার আসর’। এই স্টলে মোট ৫১ ধরনের পিঠা দেখা যায়। আর খেলাধুলা বিভাগের স্টল ‘পিটা গ্যলারী’। এখানে মোট ১৮ প্রকার পিঠা প্রদর্শন করে। এছাড়াও আরেকটি স্টলে একাডেমীর শিক্ষার্থীদের আঁকা চিত্র প্রদর্শনী করা হয়।

এবিষয়ে মঈন উদ্দিন একাডেমীর প্রতিষ্ঠাতা মঈন উদ্দিন বলেন, আমরা এনিয়ে দ্বিতীয় বারের মতো পিটা উৎসবের আয়োজন করেছি, আমরা চাই একাডেমির ছাত্র-চাত্রীরা গ্রাম বাংলার সংস্কৃতি সম্পর্কে জানুক।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ