নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা শিক্ষার্থীরা
বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা তারা।
বুধবার সকালে সিলেটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আয়োজন করা হয় ‘পাঠ্যপুস্তক উৎসব’। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিনামূল্যের বই। নতুন বই হাতে নিয়েই পাতা খুলে ঘ্রাণ নিতে দেখা যায় শিক্ষার্থীদের। সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিভাগের চার জেলায় ৩০ লাখ ৫০ হাজার ৮৮৮ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে ২ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ২৫৩টি নতুন বই। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আঞ্চলিক উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ জানান, সিলেটের চার জেলায় মাধ্যমিক ও ইবতেদায়ির ১২ লাখ ৭ হাজার ৫৬০ শিক্ষার্থী ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৭২৯টি নতুন বই পাচ্ছে। এর মধ্যে সিলেট জেলায় ৫৯ লাখ ২৫ হাজার ৩৩৯ নতুন বই বিতরণ করা হচ্ছে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিলেটের বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাফায়াত আলম জানান, সিলেট বিভাগের চার জেলায় প্রাথমিকের ১৬ লাখ ৫ হাজার ৯৮৪ শিক্ষার্থী ৭৬ লাখ ৩৫ হাজার ৬২০ নতুন বই পাচ্ছে।
এ ছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ২০০ থেকে ২৫০ মাতৃভাষায় বই দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে আওয়ামী লীগ সরকার।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ