টিলা কেটে জরিমানা গুনলেন ঠিকাদার
মৌলভীবাজারের বড়লেখায় অবৈধভাবে টিলার মাটি কাটায় এক ঠিকাদারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত এই অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা। এসময় পুলিশের এসআই কৃষ্ণ মোহন দাস উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, উপজেলার গৌরনগর গ্রামের (মাধবকুণ্ড সড়ক সংলগ্ন) আব্দুল জলিলের বসত বাড়ির উচু টিলা এক্সেভটর দিয়ে অবৈধভাবে কেটে ভারি যানবাহনে মাটি নিচ্ছিলেন ঠিকাদার সোহেল আহমদ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা জানান, সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে উচু ভূমির মাটি কাটার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনে সংশ্লিষ্ট ঠিকাদারকে ৬০ হাজার টাকা জরিমানা আরোপের পর তা আদায় করেছেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ