ফ্রুটিকার স্টলে অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ফ্রুটিকার স্টলে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ২০ মিনিট চেস্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
খোঁজ নিয়ে জানা গেছে, ফ্রুটিকার স্টলে তাদের নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। বাণিজ্য মেলা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী প্রতিটি প্যাভিলিয়নে নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র রাখার নিয়ম রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে আনার পরে তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফয়সালুর রহমান জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করলেও মূলত চারটি ইউনিট অগ্রণী ভূমিকা রাখে। পরে তাদের সাথে বিভিন্ন সময়ে বাকি তিনটি ইউনিট যুক্ত হয়।
তিনি বলেন, ‘আমরা এখানে এসে যেটা জানতে পেয়েছি যে, ফ্রুটিকার এই স্টলে নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না। এ কারণে তারা আগুন লাগলে তারা শুরুতেই নেভানোর কোনো পদক্ষেপ নিতে পারেনি।
অন্যদিকে আগুন লাগার কারণ হিসেবে এই কর্মকর্তা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট দায়ি হতে পারে বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেননি তিনি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ