প্রথম ক্লাসে শিক্ষার্থীদের মিষ্টিমুখ
ব্যতিক্রমী উদ্যোগে মৌলভীবাজারের জুড়ী উপজেলার আল-ফালাহ ইসলামিক একাডেমিতে শিশুবরণ ও ২০২০ সেশনের প্রথম ক্লাসে শিক্ষার্থীদের মিষ্টিমুখ করে স্বাগত জানালেন শিক্ষকরা।
শনিবার (১১ জানুয়ারী) সকালে নতুন বছরে স্কুলের নার্সারি থেকে ১০ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষার্থী ও অভিভাবকদের মিষ্টিমুখ করানো হয়।
মিষ্টিমুখ করানো কালে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মু. আজিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক হাফেজ নজমুল ইসলাম, আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, তাসমিনা আক্তার, তানিয়া আক্তার, শাহিদা আক্তার, অভিভাবক অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন সহ স্কুলের অন্যান্য শিক্ষক বৃন্দ।
স্কুলের প্রধান শিক্ষক মু. আজিম উদ্দিন বলেন, বছরের শুরুতে স্কুলে যারা ভর্তি হয়েছেন সেই সকল শিক্ষার্থী ও অভিবাবকদের অভিনন্দন জানাচ্ছি।
তিনি বলেন, স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর ভালো ফলাফল করে। এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে অভিবাবক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্ঠা দরকার। আমরা চাই এবছরও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ