মাশরাফির হাতে ১৪ সেলাই
রাইলি রুশোর জোরালো শট আটকাতে গিয়ে বাঁহাতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকা প্লাটুনের পরাজয়ের ম্যাচে আর মাঠে ফেরা হয়নি অধিনায়কের। ম্যাচ শেষে সতীর্থ এনামুল হক বিজয় জানিয়েছেন, ১০টির বেশি সেলাই লেগেছে মাশরাফির হাতে।
‘মাশরাফি ভাইয়ের বৃদ্ধাঙ্গুল ও তর্জনির মাঝে অনেকটুকু কেটে গেছে। ১০টিরও বেশি সেলাই লেগেছে হাতে।’ – বলেছেন বিজয়।
পরবর্তীতে ম্যানেজার আহসানউল্লাহ হাসান নিশ্চিত করেছেন, ‘মাশরাফির হাতে মোট ১৪টি সেলাই লেগেছে।’
বিপিএলে শেষ চার নিশ্চিত করেছে ঢাকা প্লাটুন। সোমবার তারা এলিমিনেটর ম্যাচ খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। কিন্তু মাশরাফিকে পাওয়া যাচ্ছে না নিশ্চিত। ঠিক কতোদিনের জন্য মাশরাফি মাঠের বাইরে গেলেন তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি।
ইনিংসের ১০.৪ ওভারে মেহেদী হাসানের বলে ড্রাইভ করেছিলেন রাইলি রুশো। কাভারে বাম দিকে ঝাঁপিয়ে পড়ে বল আটকাতে গিয়েছিলেন মাশরাফি। নিশ্চিত চার বাঁচালেও মাশরাফি চোট পেয়ে মাঠ ছাড়েন।
বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফি। ছয় আসরে চারবারই পেয়েছেন শিরোপার স্বাদ। এবারও ঢাকাকে সেভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে বোলিংয়ে সেই পুরোনো ধার নেই মাশরাফির। ১২ ম্যাচে বোলিং করেছেন ৩৯ ওভার। ৭.৫৬ ইকোনমি রেটে উইকেট নিয়েছেন ৮টি। ব্যাটিংয়ে ৭ ইনিংসে করেছেন ৮৫ রান
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ