৩০ জানুয়ারিই ভোট : ইসি সচিব
ঢাকা দুই সিটি করপোরেশনের ভোটগ্রহণ ৩০ জানুয়ারিই হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. আলমগীর।
বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইসি সচিব বলেন, আগেই বলা হয়েছে, ক্যালেন্ডার অনুযায়ী সরস্বতী পূজা ২৯ তারিখ ছিল। ৩০ তারিখে পূজা ছিল না। এসএসসি পরীক্ষা ১ ফেব্রুয়ারি থেকে। মাঝে ছিল ৩০ তারিখ। এ তারিখেই নির্বাচন করা যায়। হিন্দু ধর্মাবলম্বীরা নির্বাচনের তারিখ পেছাতে হাইকোর্টে রিট করেছিলেন। আদালত সেটি খারিজ করেছেন। কারণ তারা আদালতে যুক্তি প্রতিষ্ঠা করতে পারেননি।
মো. আলমগীর বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা বলেছিলেন, তারা আপিল করবেন। তারা এখন পর্যন্ত আপিল করেননি। আপিল বিভাগ থেকে কোনো নির্দেশনাও আসেনি। তাই ৩০ জানুয়ারিই ঢাকা সিটির ভোটগ্রহণ।
তিনি বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা বয়সে নবীন। তারা না বুঝে আন্দোলন করছেন। নির্বাচনের এখনো কয়েক দিন বাকি আছে। আমার বিশ্বাস তারা এরই মধ্যে বুঝে যাবেন যে, এটা (আন্দোলন) করা ঠিক হচ্ছে না।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে রাজধানীর শাহবাগে শিক্ষার্থীরা দুদিন ধরে আন্দোলন করছেন।
ইসির তফসিল অনুযায়ী, ৩০ জানুয়ারি ঢাকা সিটিতে ভোট হওয়ার কথা। কিন্তু সে দিন সরস্বতী পূজা উদযাপন হবে। নির্বাচনের তারিখ পেছাতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদও দাবি জানিয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ