সৈয়দ শাহ মোস্তফা (র:) ৬৭৯তম উরুস শুরু

হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) বোগদাদী শের সওয়ার চাবুকমার এর ৬৭৯তম উরুস মোবারক শুরু হয়েছে। তিনি হযরত শাহ জালালের (র:) সফর সঙ্গি ৩৬০ আউলিয়ার অন্যতম সহচর হয়ে ধর্ম প্রচারে এ অঞ্চলে আসেন।  উরুসে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-আশিকানরা।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯টায় মৌলভীবাজার শহরের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:)  মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ৬৭৯তম উরুস শুরু হয়েছে। উরুস উপলক্ষে সাজানো হয়েছে পুরো মাজার প্রাঙ্গন। নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বাদ জোহর শিরণী বিতরণ এবং বাদ এশাহ্ আখেরী মোনাজাতের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে মুরিদান, ভক্ত অনুরাগীরা এসে দলে দলে যোগ দিচ্ছেন উরুসে। কেউ কেউ জিগির ও এবাদত বন্দেগীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

প্রতিবছরের মত এবারও উরুস উপলক্ষে দরগাহ প্রাঙ্গনে বসেছে মেলা। শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে পসরা নিয়ে বসেছেন দোকানীরা।

মেলায় প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন অনেকে। রাতে আখেরী মুনাজাতের মধ্যদিয়ে উরুস শেষ হলেও বিভিন্ন পসরা নিয়ে বসা মেলা চলবে ১৭ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ