জুড়ীতে নারী ও শিশু নির্যাতন মামলার ৪ আসামি আটক
জুড়ীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার আসামী ৪ যুবককে আটক করা হয়েছে।
জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনায় ১৫ জানুয়ারী মঙ্গলবার রাত ২ টায় তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিমের নেতৃত্বে এক দল পুলিশজুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। এরা হলোওই গ্রামের আহমদ আলীর পুত্র সোহেল মিয়া, মৃত হাসেম মিয়া পুত্র আবুল কালাম, ইনুছ মিয়ার পুত্র তারেক মিয়া, জানু মিয়া পুত্র সোহেল মিয়া।
তাদেরকে ১৫ জানুয়ারি আদালতে প্রেরণ করা হয়েছে। জুড়ী থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ সপ্তাহ উপলক্ষে সমগ্র উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলমান অব্যাহত থাকবে। তাছাড়াও মাদকের বিরুদ্ধে ও পুলিশের অভিযান চলমান। মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের বিরুদ্ধে জুড়ী থানা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য উপজেলার সচেতন নাগরিকদের সর্বত্মক কামনা করেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ