লেবাননে প্রবাসী বাংলাদেশীদের বিক্ষোভ
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) লেবাননে প্রবাসী বাংলাদেশী শ্রমকর্মীরা ডলার বেতনের জন্য বিক্ষোভ প্রদর্শন করে।লেবানন বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত বিক্ষোভকারী প্রবাসী শ্রমিকেরা “লিবান নেট “নামক একটি ক্লিনিং কোম্পানিতে কাজ করতো।
দীর্ঘদিন যাবত বাংলাদেশীসহ আরো অন্যান্য দেশের প্রবাসীও এই কোম্পানিতে কাজ করেন বলে জানা যায়। গত সেপ্টেম্বর থেকে সরকার বিরোধী বিক্ষোভ আন্দোলনের কারণে বিভিন্ন সমস্যাসহ ডলারের সংকট দেখা দেয় লেবানন।এর আগে ডলার বেতন দিলেও গত ৩/৪ মাস ধরে শ্রমিকদেরকে বেতন লেবানিজ লিরায় পরিশোধ করছে প্রায় কোম্পানি।
বিক্ষোভকারীদের দাবী, কোম্পানি ডলার বেতন না দিতে পারলে বর্তমান ডলার মূল্য সমপরিমাণ স্হানীয় মূদ্রায় যাতে তাদের বেতন পরিশোধ করেন।আগে একশো ডলার করতে লাগতো এক লক্ষ পঞ্চাশ হাজার লেবানিজ লিরা কিন্ত বর্তমানে একশো ডলার করতে লাগতেছে দুই লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লিরা।আর কোম্পানি থেকেও দেয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার লিরায় হিসাবে। তাই প্রবাসী বাংলাদেশীদের এমন বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভকারীদের বক্তব্যে জানা যায়,তাদের দাবী যদি পূরনে ব্যর্থ হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য তারা কাজে যোগ দেয়া থেকে বিরত থাকবেন এবং প্রয়োজনে স্বদেশে ফেরত যাবেন।
বাস্তবতা বর্তমানে লেবানন ডলার সংকটের কারনে সকল পণ্যের মূল্য উর্ধ্বগতি হওয়ায় সীমিত আয়ের প্রবাসীরা বিপাকে পড়ে নানান সমস্যায় হিমশিম খাচ্ছেন।
বিক্ষোভ প্রদর্শনকারীদের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর কমিউনিটির নেতারা দেশের সুনাম রক্ষার্থে বৈরুত বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন।
এশিয়াবিডি/হেলাল/মোজাহিদ