মজিদের সপ্ন শেষ!

গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি সড়ক দূর্ঘটনায় আব্দুল মজিদ গুরুতর আহত হয়ে বিগফাইয়ার বাহান্নাস হাসপাতালের ২০২২ নম্বর রুমে পাঁচ মাসের অধিক সময় চিকিৎসাধীন অবস্থায় ছিল ।

১৯শে জানুয়ারি ( রবিবার) স্থানীয় সময় দুপুর ১২ টায় ইন্তেকাল করেন। তার মৃতূ দেহ হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে ।

মৃতূ আব্দুল মজিদের(৩০) দেশের বাড়ি বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর থানার স্যামপুর গ্রামের। সে গোলাম গাজীর পুত্র ।

আব্দুল মজিদ দীর্ঘ ‌চার বছর আগে জীবিকার তাগিদে লেবাননে আসেন। বৈধ হয়ে লেবানন আসলো কোম্পানির সমস্যার কারণে পরবর্তিতে অবৈধ ভাবে কাজ করতে পাহাড়ে উপরে বিগফায়া এলাকায় একটি পেট্রোল পাম্পে কাজ করত।

তিনি মৃত্যূ কালে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে জান।তার মৃত্যু খবর শুনে পরিবারে সদস্যরা কান্নায় ভেঙে পড়ে এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া ।

পরিবারের সদস্যরা দূতাবাসের কাছে আবেদন জানিয়েছে , তার লাশ যেন স্বল্প সময়ে মধ্যে দেশে পাঠানো হয়।

এদিকে বৈরুত দূতাবাস জানান , তিনি অবৈধ ভাবে কাজ করত , আমাদের যত দ্রুত সম্ভব তার কাগজপত্র চূড়ান্ত করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে ।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ