“কৃষিতে বাংলাদেশের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না”
সিকৃবিতে নবীনবরণ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১৯- ২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের মাঠে এ নবীনবরণ হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মিটু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি। প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপাচার্য প্রফেসর মতিয়ার রহমান হাওলাদার।
এম এ মান্নান বলেন, ‘ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মানুষ হিসেবে গ্রহণ করতে হবে। অসাম্প্রদায়িক ও বিজ্ঞান মনস্ক মানব জাতির অংশ হিসেবে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে, এটাই আমাদের চাওয়া। সিকৃবি শিক্ষকদের গবেষণার বিষয়ে মনযোগ দিতে হবে। কারণ, গবেষণাই জাতির ভবিষ্যৎ।’
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সংক্রান্ত সব সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।
উপাচার্য অধ্যাপক মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘কৃষিবিদদের কল্যাণে বাংলাদেশে এখন আর খাদ্য ঘাটতি নেই। কৃষিতে বাংলাদেশের অগ্রগতি কেউ রোধ করতে পারবে না। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলা গড়তে হবে।’
অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা জঙ্গিবাদের বিরুদ্ধে নবীন শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নতুনদের বরণ করে নিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান মাতায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘জলের গান’।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ