সাম্রাজ্যবাদীদের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান
ইরানের সামরিক বাহিনী সাম্রাজ্যবাদীদের সব ধরনের ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটির সেনাবাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হেইদারি।
শনিবার (১ ফেব্রুয়ারি) এক ভাষণে জেনারেল কিয়োমার্স হেইদারি এ কথা বলেছেন। খবর ‘মিডল ইস্ট মনিটর’।
তিনি বলেছেন, ইরানের সেনাবাহিনীর পদাতিক ইউনিট হচ্ছে বিশ্বের পঞ্চম শক্তিধর স্থলবাহিনী। এই বাহিনীর সদস্যরা দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত।
এরপর তিনি জানান, স্থলবাহিনীই যুদ্ধের সমাপ্তি ঘটায় ও নির্ণায়ক ভূমিকা পালন করে। সামরিক দিক থেকে ইরান এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। আর ইরানের সশস্ত্র বাহিনীর একটি বড় শক্তি হচ্ছে স্থলবাহিনী।
এ সময় কিয়োমার্স হেইদারি আরও বলেন, ইরানিরা অতীতে কখনোই সাম্রাজ্যবাদীদের কাছে নতি স্বীকার করেনি, আর ভবিষ্যতেও করবে না। কয়েকটি সাম্রাজ্যবাদী দেশ ইরানের জনগণের নিরাপত্তা ও আদর্শের ওপর আঘাত হানার চেষ্টা করছে। ইরানের সশস্ত্র বাহিনী এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।
প্রসঙ্গত, সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। যুদ্ধাবস্থা বিরাজ করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে। আর এমন পরিস্থিতিতে এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন জেনারেল কিয়োমার্স হেইদারি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ