এখেনা ছাত্রত্ব শেষ হয়নি, এরইমধ্যে কাউন্সিলর নির্বাচিত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ঢাবিছাত্রী সাহানা আক্তার। দুই সিটির ১২৯ সাধারণ ওয়ার্ডে তিনিই একমাত্র নির্বাচিত নারী কাউন্সিলর।

তবে নির্বাচনে জয় পেতে তাকে অনেক বেগ পেতে হয়েছে। এ জন্য তাকে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, হয়রানি ও প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে।

জানা গেছে, সাহানা আক্তার রেডিও প্রতীক নিয়ে লড়ছিলেন। তিনি মোট ৩ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির আহম্মদ ভুঁইয়া টিফিন ক্যারিয়ার মার্কা নিয়ে পেয়েছেন ২ হাজার ২৫০ ভোট।

সদ্য নির্বাচিত উচ্চশিক্ষিত সাহানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের স্নাতকোত্তরের ছাত্রী। এর আগে তিনি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এলএলএম সম্পন্ন করেছেন।

এ জয়কে সাধারণ ও মেহনতি মানুষের জয় উল্লেখ করে সাহানা বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম, কিশোরী ও নারীদের শতভাগ ভোটে তার জয় নিশ্চিত হয়েছে। তবে আমি জেতা নিয়ে খুব বেশি আত্মবিশ্বাসী ছিলাম। যাদের কাছেই গিয়েছি তারাই আমাকে ভোট দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন।

তবে তার নির্বাচনি প্রচার-প্রচারণাতেও নানা বাধা এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, অপর প্রার্থীরা আমার মনোবল নষ্ট করতে পোস্টার ছিঁড়েছে। রাতে দেয়ালে স্টিকার লাগিয়েছি; সকালে গিয়েই দেখতাম ছিঁড়ে ফেলা হয়েছে। শুধু তাই নয়, নির্বাচনের আগের রাতেও প্রশাসন দিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। কিন্তু এতে আমার মনের শক্তি আরও বেড়েছে।

তিনি আরও বলেন, মানুষের সেবা করার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটাও চালিয়ে যাব।

প্রসঙ্গত সোহানার বাবা সাইদুর রহমান সহিদও এই ওয়ার্ডে দীর্ঘ ২৫ বছর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাই ছোটবেলা থেকেই বাবার রাজনৈতিক নেতৃত্বকে আইডল হিসেবে দেখেছেন অদম্য এই নারী কাউন্সিলর।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ