বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহ.) ছিলেন একজন আশিকে রাসূল


বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহ.) ছিলেন একজন আশিকে রাসূল।
ড. আল্লামা শেখ নাজি বিন রাশিদ আল আরাবী।

গত ৬ ফেব্রুয়ারি ২০২০ইং বাহরাইনের রাজধানী মানামায় কিউ ই রেস্টুরেন্টে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ বাহরাইন এর উদ্যোগে আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহ.) এর ঈসালে সওয়ার উপলক্ষে খতমে খাজেগান, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।হাফিজ শাহনুর আহমদ এর সভাপতিত্বে,হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুস সালেহ ও হাফিজ ফরিদ আহমদ সুহেল এর যৌথ পরিচালনায় কোরআনে পাক থেকে তেলায়াত করেন হাফিজ শাহ আলী আকবর।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি অফ বাহরাইন এর আরবি লেকচারার আল্লামা ডক্টর শেখ নাজি বীন রাশিদ আল আরাবি আল আজহারী।
তিনি বলেন বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, আমি বাংলাদেশে সফর করেছি, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব ক্বিবলা রহ. এর প্রসংশা করেন, এবং বলেন উনি ইসলামের অসংখ্য খেদমত করে গেছেন, উনি ইলমে ক্বিরাত ইলমে হাদিসের বড় পন্ডিত ও অন্যতম একজন আশিকে রাসূল ছিলেন, আমি আল ইসলাহ্ এর দাওয়াতে লন্ডন গিয়েছে সেখানেও উনার অনেক ছাত্র, উত্তরসূরী রয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে উনার ইসলামের দেখমত রয়েছে এবং অসংখ্য আশিকে রাসূল রেখে গেছেন।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইনফরমেশন অফিসার, জনাব তাজ উদ্দিন সিকান্দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনঃ ইসলাহর উপদেষ্টা, মানামা সেন্ট্রাল মার্কেট এর বিশিষ্ট ব্যবসায়ী জনাব,আলহাজ সৈয়দ সুরমান মিয়া, লিন্নাস মেডিকেল এর চেয়ারম্যান জনাব, জসিম উদ্দিন, লিন্নাস মেডিকেল এর ডাইরেক্টর মোজাহিদ আহমেদ, আব্দুর রহিম, ছিকন উল্যাহ, আলহাজ সৈয়দ লোকমান আহমেদ, নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব, মোঃ মনির মিয়া।

নাতে রাসূল (সাঃ)পরিবেশেন করেন সৈয়দ শাহান আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন, জিয়াউর রহমান সেলিম, ওলিউর রহমান, এছাড়াও আঞ্জুমানে আল ইসলাহ বাহরাইন কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল মাওলানা কাওছার আহমদ, শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী, সিপন আহমদ, মইনুল ইসলাম, আব্দুল্লাহ আল ফয়ছল,সুহেল আহমদ, হাঃ সাব্বির আহমদ, রিপন আহমদ, আবুল বাশার, হাঃ আশরাফ, ফয়সাল আহমেদ, আব্দুর রাজ্জাক, রায়হান আহমদ, রহমত আলী আব্দুল আজিজ,প্রমুখ।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আওতাধীন সকল শাখার দায়িত্বশীল বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাহরাইনে অবস্থানরত বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, পিন্ট মিডিয়া ও ইলেক্টিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, কেরেলা, ইন্ডিয়া ও পাকিস্তানের মেহমানরাও উপস্থিত ছিলেন।
পরিশেষে মিলাদ ও প্রধান অতিথির দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

এশিয়াবিডি/সাইফুল/শেখ মোজাহিদ

আরও সংবাদ