বিশ্বকাপ জয় : এশিয়াবিডির অভিনন্দন

প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল বাংলাদেশ। হারিয়ে দিল শক্তিশালী ভারতকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতেছে ৩ উইকেটে।

বৃষ্টির পর নতুন করে খেলা শুরু হলে বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ ওভারে ৭ রান। ১ ওভার ১ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ।

বৈশ্বিক টুর্নামেন্টে প্রথম শিরোপা জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জনপ্রিয় নিউজ পোর্টাল এশিয়াবিডি ডটকম।

বিশ্বজয়ের পর রোববার রাতে এক প্রতিক্রিয়ায় এশিয়াবিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক শেখ মোজাহিদুল ইসলাম বলেন, অভিনন্দন যুবদলকে। আশা করি একদিন বড়দের বিশ্বকাপেও চ‌্যাম্পিয়ন হবো।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ