মৌলভীবাজার সরকারি কলেজ গেইটে ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মৌলভীবাজার সরকারি কলেজ গেইটে উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উক্ত শাখার শুভ উদ্বোধন করা হয়। এতে সভা পতিত্ব করেন মোঃ ওমর ফারুক খান ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং প্রধান কার্যালয় ঢাকা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন,মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদ সেলিম প্রমুখসহ ইসলামী ব্যাংক মৌলভীবাজার, কুলাউড়া ও শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নাজিয়া শিরিন বলেন, ইসলামী ব্যাংকের সেবার মাধ্যমে সকল মানুষ উপকৃত হচ্ছে। তিনি বলেন, ইসলামী ব্যাংক ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ সকল প্রকার বিনিয়োগ প্রদানের মাধ্যমে দেশে উদ্যোক্তা উন্নয়ন ও শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি ইসলামী ব্যাংকের সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এশিয়াবিডি২৪/সামাদ/শেখ মোজাহিদ
