জুড়ীতে এডুকেয়ারের সেরা বাছাই পরীক্ষা অনুষ্ঠিত
জুড়ীতে শিক্ষামূলক সংগঠন এডুকেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে সেরা বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত এ বাছাই পরীক্ষায় মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা পরিদর্শন করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমেদ,জুড়ী থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম,জুড়ী এডুকেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান রিশাদ প্রমুখ।
এডুকেয়ার ফাউন্ডেশনের সহ সভাপতি ও পরীক্ষার নির্বাহী পরিচালক শহিদুর রহমান পাবেল জানান,গত ৬ ফেব্রুয়ারি জুড়ী উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ৪৯৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে বাছাই করে ২৭৫ জন উত্তীর্ণ হয়।আজ তাদের মধ্য থেকে পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবে তাদের নিয়ে তৃতীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে।
এশিয়াবিডি/বেলাল/সাইফ

