জুড়ীতে সোনার বাংলা সমাজ কল্যাণ সংস্হার কমিটি গঠন

জুড়ী উপজেলার বড়ডহর হাফিজি বাজার সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার ২০ তম প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানে সংস্থার আগামী ২ বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে।
বর্তমান সভাপতি ও জুড়ী এসোসিয়েশন অব পুলিশ (জেপ) এর সমন্বয়ক এএসআই সহিদুর রহমান পাবেলকে পুনরায় সভাপতি এবং বর্তমান সাধারন সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন কে পুনরায় সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন সংস্থার প্রতিষ্টাতা সভাপতি তৈয়বুর রহমান ফরজান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমদ লেমন, জুড়ী থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার ২০ বছর পূর্তিতে সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থার সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং সোনার বাংলার কার্যক্রমকে স্বাগত জানান এবং সমাজ সেবায় আরো এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ঘোষিত আংশিক কমিটির অন্যান্যরা হলেন সিনি- সহ সভাপতি- মোঃ আবুল হোসাইন, সহ সভাপতি- মোঃ কবির খাঁন, সহ সভাপতি- মোঃ তৈয়ব আলী, সহ সভাপতি- মোঃ মুমিন আহমদ, সহ সভাপতি- মোঃ জামরুল ইসলাম, সহ সভাপতি- মোঃ জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক- মোঃ আকরাম খাঁন সুমন, ক্রিড়া সম্পাদক ও ক্রিকেট টিমের ক্যাপ্টেন- মোঃ শরীফ খাঁন।
এশিয়াবিডি/বেলাল/সাইফ
