বড়লেখায় জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এর অভিষেক অনুষ্ঠান


মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নে জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে ২২ ফেব্রুয়ারী দক্ষিণভাগ বাজার প্রাঙ্গনে ফাউন্ডেশন এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাকির হোসেন এবং সভাপতি এম সামছুল হক এর নেতৃত্বে সামাজিক সচেতনতা মূলক বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে প্রায় ২০ টি সামাজিক সংগঠনের সহস্রাধীক নেতা-কর্মীর উপস্থিতিতে বিশাল একটি র্যালি দক্ষিণভাগ বাজার প্রদক্ষিণ করে।
সন্ধ্যার পর দ্বিতীয় অধিবেশনে ফাউন্ডেশন এর সভাপতি এম সামছুল হক এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউপি সদস্য আজিজুল ইসলাম এর পরিচালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
তিনি তার বক্তব্যে বলেন, এই ফাউন্ডেশন এলাকায় সমাজ সেবায় অনবদ্য অবদান রেখে যাচ্ছে তিনি ফাউন্ডেশন এর সার্বিক মঙ্গল কামনা করে বলেন জাকির হোসেন এর মতো বিত্তবানরা যদি এভাবে সমাজ সেবায় এগিয়ে আসেন তাহলে আমরা খুব দ্রুত সুখী সমৃদ্ধ শালী সমাজ গঠন করে শিক্ষিত সমাজ উপহার দেওয়া সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণ ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজির উদ্দিন, ফাউন্ডেশন এর চেয়ারম্যান লন্ডন প্রবাসী জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আব্দুল নুর, দক্ষিনভাগ বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল হক, দক্ষিণ ভাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছমির উদ্দিন, সাধারণ সম্পাদক সুব্রত দাস শিমুল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আমির উদ্দিন, সনজিত দাস, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সোনামণি, জেলা যুবলীগ এর সদস্য মুজিবুর রহমান জয়নাল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ফাউন্ডেশন এর সিনিয়র সহ সভাপতি আব্দুল মজিদ প্রমূখ।
এশিয়াবিডি/সিরাজ/মোজাহিদ

আরও সংবাদ