রাজনগরে গুড়িয়ে দেয়া হয়েছে ৩৫টি দোকান ঘর
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় কুশিয়ারা নদীর পাাড়ে অবৈধ দখলদারদের কাছ থেকে জমি উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার দূপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান শুরু করে। এতে কুশিয়ারা নদী প্রতিরক্ষা বাঁধের অন্তত ১৫টি স্থানে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এই উচ্ছেদে নদীর বাাঁধে অবৈধভাবে গড়ে উঠা পাকাদালান কোটাসহ প্রায় ৩৫টি দোকান ঘর গুড়িয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থ লোকজন ক্ষতিপুরণের দাবি করছেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ও নির্বাহী ম্যাজেস্ট্রেট বলেন, প্রধান মন্ত্রীর পাইলট প্রকল্প হিসেবে সারাদেশে উচ্ছেদ অভিযান চলছে, যতগুলো অবৈধ স্থাপনা আছে সবগুলো পর্যায়ক্রমে ভেঙ্গে ফেলা হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ