বড়লেখায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্টের পুরুষ্কার বিতরণ
মৌলভীবাজারের বড়লেখায় বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৯-এর সিলেট বিভাগীয় পর্যায়ে রানার আপ দলের ১৭ জনের প্রাইজমানি বিতরণ ও আন্তঃ প্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিভিন্ন বৎসরের পুরুষ্কার প্রাপ্তদের ক্রেস্ট প্রদান বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি হিফজুর রহমানের সভাপতিত্বে বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ ও সহকারী শিক্ষিকা কৃষ্ণা রাণী দাসের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিজ মিঞা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য শহীদুল ইসলাম শিমুল, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, ইউপি সদস্য ইসলাম উদ্দিন, পশ্চিম বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন, বি.ও.সি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খলিল উদ্দিন, সমাজসেবক জবরুল ইসলাম, আশরাফ হোসেন, মোশাইদ আলী প্রমূখ।
বক্তব্য শেষে প্রধান অতিথি, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ২০১৯ এর সিলেট বিভাগীয় পর্যায়ে রানার আপ দলের ১৭ জনের প্রাইজমানি বিতরণ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন বৎসরের পুরুষ্কার প্রাপ্তদের ক্রেস্ট তুলে দেন।
এশিয়াবিডি/ফয়সাল/কামরান