বইমেলায় খুদে পাঠক
চলছে অমর একুশে গ্রন্থমেলা-২০২০। ভাষা আন্দোলনের মাসে বিশেষ এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন বইপ্রেমীরা।
অন্যান্য বারের মতো এবারও গ্রন্থমেলায় রয়েছে শিশুদের ভিড়। শিশুরা তাদের অভিভাবকদের সঙ্গে মেলায় ঘুরে কিনছে তাদের পছন্দের বই। বইমেলায় শিশুদের জন্য ‘শিশু কর্নার’ নামে আলাদা চত্বরও রয়েছে। এখানে শিশুদের জন্য রয়েছে মজার মজার সব বই।
এছাড়া প্রতি শুক্রবার বইমেলায় আয়োজন করা হচ্ছে ‘শিশু প্রহর’। অভিভাবকরা জানান, গতবারের মেলার চেয়ে এবারের মেলার পরিসর বেশি হওয়ায় স্বাচ্ছন্দ্যে শিশুদের নিয়ে আসা যাচ্ছে।
ফাহমিদা আক্তার রোজা নামের এক শিশু মেলায় এসেছে তার বাবা-মার সঙ্গে। প্রতিবেদনের কাছে বইমেলায় আসার অনুভূতি প্রকাশ করে রোজা জানায়, মোটুপাতুলর বই, ছড়ার বই সহ আরো অনেক বই কেনার জন্য সে তার বাবা-মার সঙ্গে মেলায় এসেছে। তার মতে, বইমেলা থেকে তার আব্বু-আম্মু তাকে অনেক বই কিনে দেবে। কারণ বইমেলার আয়োজনটাই করা হয় যেন ভালো ভালো বই মানুষরা কিনতে পারে।
মারজুকা নামের আরেক শিশুর সঙ্গে কথা হয় রাইজিংবিডির। সে মেলা থেকে কিনেছে ‘খুকুর ছড়া, খোকার ছড়া’ নামের ছড়ার একটি বই। এই বই থেকে তার আম্মু তাকে ছড়া পড়ে শোনাবে বলে জানায় সে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ