লেবাননে বর্ণাঢ্য আয়োজনে বরিশালবাসীর বর্ষপূর্তি
লেবাননে বর্ণাঢ্য আয়োজনে বৃহত্তর বরিশাল সামাজিক সংগঠনের বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে বিশাল কেক কাটা হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে বৈরুতের ইজদাইদি রিবাউন্ড অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহত্তর বরিশাল সামাজিক সংগঠনের প্রচার সম্পাদক মহসিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জসিম সিকদার।
বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মনির হোসেন, সিনিয়র সহ সভাপতি মশিউর রহমান, সহ সভাপতি আজাদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মহসিন মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার ও ক্রীড়া সম্পাদক সোহাগ খান।
অনুষ্ঠানের শুরুতেই কোরান তেলওয়াত করেন আরিফ হোসেন।
বক্তারা বলেন, ’প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতেই আমাদের এই সংগঠনের সৃষ্টি।লেবাননে বসবাসরত সমগ্র বরিশালবাসীকে একত্র করে সবার মাঝে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করতেই আমাদের এই প্রয়াস। বরিশালবাসীর যে কোন বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আমাদের এই সংগঠনের মূল উদ্যেশ্য।’
অনুষ্ঠানে লেবাননে বসবাসরত বিপুল সংখ্যক বরিশালবাসী উপস্থিত ছিলেন প্রাণবন্ত অনুষ্ঠানটি বরিশালবাসীদের মিলনমেলায় পরিনত হয়েছিল।
এশিয়াবিডি/হেলাল/সাইফ