এডুকেয়ার ফাউন্ডেশনের গ্রান্ড ফিনালে সম্পন্ন, ফলাফল ৮ মার্চ

মৌলভীবাজারের জুড়ী উপজেলার শিক্ষাসেবা সংগঠন এডুকেয়ার ফাউন্ডেশন কর্তৃক তিনটি রাউন্ড ভিত্তিক এডুকেয়ার সেরা প্রতিভার গ্রান্ড ফিনালে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে এডুকেয়ার ফাউন্ডেশনের সদস্যদের তত্বাবধানে তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজে জুড়ী উপজেলার উচ্চ মাধ্যমিক/সমমান শ্রেণীর ৯৭ জন শিক্ষার্থী অংশ নেয়, ইতিপূর্বে যারা আরো দুটি রাউন্ডে অংশ নিয়ে গ্রান্ড ফিনালে রাউন্ডে পরীক্ষা দেয়ার সুযোগ নিয়েছে।

এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক, সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবুল কালাম, তৈয়বুন্নেছা খানম সরকারী কলেজের ইংরেজি প্রভাষক মুজিবুর রহমান, বাংলা প্রভাষক শাখাওয়াত হোসাইন, শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রী কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক সাইফ উদ্দিন, জুড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, এডুকেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি ও এডুকেয়ার সেরা প্রতিভার প্রধান নির্বাহী পরিচালক আশরাফুজ্জামান রিশাদ, এডুকেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সপু, সহ-সভাপতি মো: আনোয়ার হোসাইন প্রমুখ।

এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি জানান, গ্রান্ড ফিনালে পরীক্ষার ফলাফল আগামী ৮মার্চ প্রকাশ করা হবে এবং তিনজন সেরাদের সেরা নির্ধারণ হবে। আমরা আশাকরি এই আয়োজনে সেরা শিক্ষার্থীরা বেরিয়ে আসবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ