মৌলভীবাজারে স্কুল ব্যাংকিং কনফারেন্স

প্রতিষ্ঠান ভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে শনিবার সকালে মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে স্কুল ব্যাংকিং কনফারেন্স সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল বাংলাদেশ ব্যাংক। লিড ব্যাংক হিসেবে অনুষ্ঠান পরিচালনা করে দি প্রিমিয়ার ব্যাংক মৌলভীবাজার শাখা। কনফারেন্সে অন্যান্য তফসিলি ব্যাংকের মৌলভীবাজার শাখা অংশ গ্রহণ করে।

দি প্রিমিয়ার ব্যাংক হেড অফ রিটেইল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ শামীম মুর্শেদ এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের যুগ্ন পরিচালক মোজতবা রুম্মন চৌধুরী, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সামাদ মিয়া ও সোনালী ব্যাংকের এজিএম খালেদ মোহাম্মদ ফরহাদ প্রমুখ।

দিনব্যাপি এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানুষিকতা তৈরি এবং এর সুফল সম্পর্কে অবহিত করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দি প্রিমিয়ার ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক বিমলেন্দু চৌধুরী। অন্যান্য তফসিলি ব্যাংকের মৌলভীবাজার শাখা প্রধানরাও কনফারেন্সে অংশ গ্রহণ করেন। এসময় মুজিব বর্ষকে সম্মান জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ